নদী হাতড়ালেই মাছের বদলে উঠে আসছে গোছা গোছা বুলেট!

নদী হাতড়ালেই মাছের বদলে উঠে আসছে গোছা গোছা বুলেট!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর দিনাজপুর- উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগা এলাকায় সোমবার রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। বিকেলে ক্রিকেট খেলতে গিয়েছিল এলাকার কিছু ছেলেরা। খেলার পর তারা নদীতে স্নান করতে নামলে, পায়ে কিছু শক্ত জিনিস ঠেকতে থাকে। প্রথমে বুঝতে না পেরে, তারা সেটা হাতে নিয়ে দেখার চেষ্টা করে। আশপাশের লোকজনও সেটা দেখে এবং সবাই মিলিয়ে চিনে ফেলতে পারে, এটি কোন কিছুই নয়, বরং বুলেট বা কার্তুজ।

এরপরই এলাকাবাসী নদীতে খোঁজ শুরু করে।
এলাকাটি দিয়ে বয়ে গেছে দোলঞ্চা নদী, যেখানে মাছের পাশাপাশি এখন কার্তুজ খোঁজার কাজ শুরু হয়েছে। ইসলামপুর এলাকার বাসিন্দারা জানান, সোমবার রাত থেকেই তারা নদীতে কার্তুজ খুঁজে বের করতে শুরু করেন। এখন পর্যন্ত ৫০টির বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



মঙ্গলবার সকালেই এলাকার বাসিন্দারা আবারও নদীতে হাঁটু সমান জলে হাত দিয়ে খোঁজ চালাতে থাকেন। সেখান থেকে একে একে বেরিয়ে আসছে বেশ কিছু কার্তুজ। এলাকাবাসীরা জানাচ্ছেন, তারা বুঝে উঠতে পারছেন না, কোথা থেকে এসব কার্তুজ এসেছে। তবে তারা এটাও জানান, এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত রয়েছে, কিন্তু কারা এই কার্তুজ এখানে ফেলেছে তা স্পষ্ট নয়।



এদিকে, ইসলামপুর থানায় এই ঘটনা নিয়ে অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top