কলকাতা – টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কলাকুশলীরা আজ নন্দনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন। বাংলা সিনেমার প্রতি হল মালিকদের ক্রমবর্ধমান অনীহার প্রেক্ষিতেই এই আলোচনার আয়োজন করা হয়। সূত্রের খবর, বেশ কয়েকটি সিনেমা হল বাংলা ছবির শো নিতে অস্বীকৃতি জানাচ্ছে বা বেঁধে দিচ্ছে সীমিত সময়সীমায় প্রদর্শন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রযোজক ও পরিচালক মহল সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠিও পাঠায়।
এই ইস্যুকে ঘিরেই আজকের বৈঠকে মুখোমুখি হলেন রাজ্য সরকারের প্রতিনিধি অরূপ বিশ্বাস এবং টলিউডের প্রযোজক-পরিচালক ও শিল্পী সংগঠনের সদস্যরা। বৈঠকে বাংলা ছবির শো সংখ্যা বাড়ানো, উপযুক্ত সময়সীমায় শো নির্ধারণ এবং হল মালিকদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
ইন্ডাস্ট্রির দাবি, বাংলা চলচ্চিত্রের প্রতি বঞ্চনার এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনে টলিউডের অস্তিত্ব সংকটে পড়বে। বাংলা সিনেমা যাতে প্রেক্ষাগৃহে ন্যায্য মর্যাদা পায় এবং দর্শকদের কাছে সহজলভ্য হয়, সেই লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।
