নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির নতুন সিনেমা ‘গোত্র’ আসছে। এই সিনেমায় সুরজিৎ চট্টোপাধ্যায়ের সুরে একটি জনপ্রিয় গান রয়েছে ‘রংগবতী’। এই সিনেমাতে এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। কিন্তু আসলে এই গানটি একটি ওড়িয়া গানের রিমেক।

এই ওড়িয়া গানটি গেয়েছেন জিতেন্দ্র হরিপাল ও কৃষ্ণা পটেল।
বুধবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওই দুজন ওড়িয়া গায়কের পাশাপাশি ছিলেন এখনকার গায়ক ইমন ও সুরজিৎ।



















