নন্দীগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তিন বিজেপি কর্মী । পঞ্চায়েত নির্বাচনের আগেই সামান্য সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে বিজেপির দ্বারা ভোটগ্রহণ কেন্দ্রের সামনে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টার অভিযোগ ওঠে। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া কৃষি সমবায় সমিতির ১২টি আসনে নির্বাচন করা হয়। সেই নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বনাম তৃণমূলের ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই উত্তেজনার মধ্যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মধুসূদন বেরাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে ভোট করানো হয়। এমনই অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। এই অশান্তি সৃষ্টি করার ঘটনায় বিজেপির তিনজনকে আটক করে পুলিশ। আটক তিন বিজেপি কর্মীর নাম বাপ্পাদিত্য পন্ডা, সোমনাথ আচার্য ও সুধাময় ভূঁইয়া। নন্দীগ্রাম থানার পুলিশ গতকাল এই তিন জনকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের হলদিয়া আদালতে পেশ করে পুলিশ। রবিবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া কৃষি সমবায় সমিতির নির্বাচন ছিলো।
আরও পড়ুন – উন্নততর স্বাস্থ্য পরিষেবায় কয়েকধাপ এগিয়ে গেলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ
তৃণমূলের জেলা চেয়ারম্যান পীযূষ কান্তি ভূঁইয়া বলেন, ১২টি আসনের মধ্যে আমরা একটি আসনে জয়লাভ করেছি। নন্দীগ্রামে বিজেপি বহিরাগতদের নিয়ে এসে ভোট করিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ভোট গ্রহণ প্রক্রিয়ার আগের দিন থেকেই তৃণমূলের বেশকিছু নেতা কর্মীদের মারধর করা হয়। অনেকেই গুরুতর আহত হন। রবিবার ভোটগ্রহণ চলাকালিন বিজেপির বেশকিছু দুষ্কৃতিরা স্থানীয় অঞ্চল সভাপতি মধুসূদন বেরাকে ব্যাপক মারধর করেন। এই ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। এখনও অনেক দোষীদের গ্রেফতার করতে হবে বলে তিনি জানান।