নন্দীগ্রামে দুষ্কৃতীর হামলা ও সোনার গয়না লুঠপাট, বৃদ্ধ দম্পতি হাসপাতালে ভর্তি

নন্দীগ্রামে দুষ্কৃতীর হামলা ও সোনার গয়না লুঠপাট, বৃদ্ধ দম্পতি হাসপাতালে ভর্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব মেদিনীপুর – নন্দীগ্রাম ১ ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাতে চারজন দুষ্কৃতী আচমকাই এক বৃদ্ধ ও বৃদ্ধার বাড়িতে ঢুকে হামলা চালান। প্রথমে মারধরের পর, প্রতিরোধ করার চেষ্টা করলে ধারাল অস্ত্র ব্যবহার করা হয়। তাতেই দুজন গুরুতর জখম হন। পরে তাদের শরীরে থাকা সোনার গয়না ছিনিয়ে নেওয়া হয়। বাড়ির আলমারি ও শোকেস থেকে সমস্ত গয়না লুঠ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের মধ্যে একজন স্থানীয়ও হতে পারে। ননীগোপাল দাস এবং তার স্ত্রী এই ঘটনায় গুরুতর আহত হন এবং বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের অভিযোগ, পুলিশ খবর পেয়ে দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়।

নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এলাকার আইন শৃঙ্খলার প্রশ্নও উঠতে শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top