নিজস্ব সংবাদদাতা ১৬ মার্চ ২০২১পূর্ব মেদিনীপুর: নির্বাচনের জন্য নন্দীগ্রাম বিধানসভার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। যে কারনে ইতিমধ্যে নির্বাচনি জনসভা শুরু করে ফেলেছেন তিনি।
যেহেতু তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী। সে কারনে বাংলার নজর একটাই কেন্দ্র তা হল নন্দীগ্রাম, তাই ভোটে জয়ের লক্ষ্যস্থির করে শুভেন্দু অধিকারীর জনসভা নন্দীগ্রাম এর চারগলিয়াতে।শুভেন্দু অধিকারী বলেন ৬ টা এফ আই আরের মধ্যে ৫ টা তো সঠিক এসছে। এবং পাশাপাশি বলেন বিধানসভা জেতার পরে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সবাই পদত্যাগপত্র দিয়ে বিজেপিতে বাকিরা আসবে তখন ৬ মাসের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠন হবে। ২০০৬ এর ৪ ঠা ডিসেম্বর আমি প্রথম মহিলাদের নিয়ে মিছিল করেছিলাম তখন তেখালিতে কাঠের পুল ছিল, তখন কোথায় ছিল ওরা , আমি যে দল করেছি সেখানে মাথা উঁচু করে চলেছি মাথা নত করিনি কখনও এটাই এমনই মন্তব্য শুভেন্দু অধিকারির।
আরও পড়ুন…জতুগৃহের স্মৃতি উস্কে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হল একটি দোকান