নিজস্ব সংবাদদাতা,নবগ্রাম, ২রা ডিসেম্বর :মুর্শিদাবাদের বিভিন্ন কংগ্রেস বিধায়ক যোগদান করার পর এবার নবগ্রাম সিপিএম বিধায়ক কানাই মন্ডল তৃণমূল কংগ্রেস যোগদান করলেন রবিবার । রবিবার নবগ্রামে রসুলপুর ফুটবল মাঠে পরিবহন মন্ত্রী তথা জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। লোকসভা ভোটের আগে কংগ্রেস ভাঙন ধরানোর পর এবার ভাঙন শুরু হল মুর্শিদাবাদ জেলা সিপিএমে।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, নবগ্রামের সিপিএম বিধায়ক কানাই মন্ডল যোগদান করল ফলে তৃণমূল কংগ্রেস এবার মুর্শিদাবাদে এগারো তে পৌঁছে গেল। লোকসভা ভোটের আগে আগে আরো কতজন আসে শুধু অপেক্ষা করে থাকুন আরও কতজন যোগদান করছে শুধু দেখবেন। কানাই মন্ডল যোগদান করার আগে আমার সাথে দুইবার দেখা করেছেন নেত্রী খুব খুশি তার এই যোগদানে। তার এই যোগদানে বহু নীচের তলার মানুষ যোগদান করেছেন। ৭৬সালের এই পোর খাওয়া রাজনীতি নেতা তৃণমূলে যোগদান আমাদের কে উৎসাহিত করেছে। আজকে ভারতবর্ষের বামপন্থীরা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। কারন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের জন্য লড়াই করেছেন সেই বাংলার রাজনীতি অর্থাৎ মুখ্যমন্ত্রী কে দুর্বল করতে চাইছেন বামফ্রন্ট নেতৃত্বরা । আজকে নোটিবন্দি থেকে পেট্রোল দ্রব্য মুল্য বৃদ্ধি নামে মানুষ কে নাজেহাল করেছেন বিজেপি। অধীর চৌধুরী কে আক্রমণ করে বলেন, যে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিনরাত তাদের নেতা ও নেত্রীরা আসছেন বিগ্রেড সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সাম্প্রদায়িক বিজেপি কে কেউ রুখতে পারবেন না।
নবগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন
নবগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram