নবদ্বীপে অনুষ্ঠিত হলো নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপন ২০২২

নবদ্বীপে অনুষ্ঠিত হলো নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপন ২০২২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নবদ্বীপে অনুষ্ঠিত হলো নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপন ২০২২। রাজ্য প্রাথমিক শিক্ষ দপ্তরের নির্দেশে নদিয়া জেলা জুড়েই গত ১৫ /৯/২০২২ থেকে ১৫ দিনের জন্য নির্মল বিদ্যালয় উদযাপন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। বুধবার তার ১৪ তম দিন।এদিন নবদ্বীপ শহরের দক্ষিণ প্রান্তে প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়ে এই নির্মল বিদ্যালয় পাক্ষিক পালন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সমিরন রাজবংশি জানান, এই কর্মসূচী আজ প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়ের তরফে নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য বা স্লোগান বিদ্যালয় পাড়া বাড়ি/ নির্মল এক সমাজ গড়ি।

 

শুধুমাত্র লেখাপড়া করাই নয়, কিভাবে আমরা সকল ছাত্র ছাত্রীদের গুরুজন, পাড়া, প্রতিবেশীরা মিলে সামাজিক ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের বাসস্থান, এলাকা, রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখব আর নিজেদের জীবনকে রোগ জীবাণু মুক্ত রাখব সেই সম্পর্কে জানবার জন্যই এই নির্মল বিদ্যালয় পাক্ষিক পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য– ১/প্লাস্টিক মুক্ত পরিবেশ। ২/জল সংরক্ষণ ও জল অপচয় রোধ ।

 

৩/বিশুদ্ধ পানীয় জল পান। ৪/কোথাও জল জমতে না দেওয়া, যাতে ডেঙ্গু, ম্যালেরিয়া না জন্মে। ৫/গাছ লাগিয়ে পৃথিবীকে রক্ষা করা এবং পরিবেশ দূষণ রোধ করা। ৬/যেখানে সেখানে আবর্জনা জমতে না দিয়ে সেগুলোকে পৃথক ভাবে ডাস্টবিনে ফেলা। ৭/ মাঠে ঘাটে মলত্যাগ বন্ধ করা। ৮/ খাওয়ার আগে আর শৌচের পর হাত দুটো সঠিক ভাবে পরিস্কার করা।

আরও পড়ুন – স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের

উল্লেখ্য, রাজ্য প্রাথমিক শিক্ষ দপ্তরের নির্দেশে নদিয়া জেলা জুড়েই গত ১৫ /৯/২০২২ থেকে ১৫ দিনের জন্য নির্মল বিদ্যালয় উদযাপন হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। বুধবার তার ১৪ তম দিন।এদিন নবদ্বীপ শহরের দক্ষিণ প্রান্তে প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়ে এই নির্মল বিদ্যালয় পাক্ষিক পালন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সমিরন রাজবংশি জানান, এই কর্মসূচী আজ প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়ের তরফে নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য বা স্লোগান বিদ্যালয় পাড়া বাড়ি/ নির্মল এক সমাজ গড়ি।

 

শুধুমাত্র লেখাপড়া করাই নয়, কিভাবে আমরা সকল ছাত্র ছাত্রীদের গুরুজন, পাড়া, প্রতিবেশীরা মিলে সামাজিক ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের বাসস্থান, এলাকা, রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখব আর নিজেদের জীবনকে রোগ জীবাণু মুক্ত রাখব সেই সম্পর্কে জানবার জন্যই এই নির্মল বিদ্যালয় পাক্ষিক পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য– ১/প্লাস্টিক মুক্ত পরিবেশ। ২/জল সংরক্ষণ ও জল অপচয় রোধ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top