নবদ্বীপে বাথরুমের সামনে উদ্ধার সদ্যোজাত, রাতভর পাহারায় পথের কুকুর

নবদ্বীপে বাথরুমের সামনে উদ্ধার সদ্যোজাত, রাতভর পাহারায় পথের কুকুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – ভোর রাত থেকেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন এলাকার মানুষজন। তবে শীতের রাতে কেউ বিশেষ গুরুত্ব দেননি, মনে করেছিলেন পড়শির বাড়ির কোনও শিশুর কান্না। কিন্তু সকাল হতেই সামনে আসে এক মর্মান্তিক দৃশ্য। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায় পঞ্চায়েত সদস্যের কাকার বাড়ির বাথরুমের সামনে পড়ে রয়েছে এক সদ্যোজাত শিশু, আর তাকে ঘিরে রাতভর পাহারা দিচ্ছিল পথের কুকুরগুলো।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই তারা কান্নার শব্দ পাচ্ছিলেন, কিন্তু কেউ ভাবেননি যে বাড়ির বাইরে কোনও শিশু পড়ে থাকতে পারে। সকাল হলে দেখা যায় শিশুটি রাধা ভৌমিকের বাড়ির বাথরুমের ঠিক সামনে পড়ে আছে। তৎক্ষণাৎ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে এবং পরে চিকিৎসকদের পরামর্শে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিক ও এলাকার বাসিন্দাদের অনুমান, পাশ্ববর্তী এলাকার কেউ শিশুটিকে রেখে যেতে পারে। শিশুটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও শিশুটির পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দেবনাথ জানান, “আমাদের পাড়ার এক বৌদি বাচ্চাটাকে কোলে তুলে এনে প্রাথমিক চিকিৎসা করেন। মাথায় রক্ত ছিল। হাসপাতালে জানা যায় শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। সদ্য জন্ম নেওয়ার কারণে মাথায় রক্ত লেগে ছিল। আমাদের এলাকায় শিয়াল আছে ঠিকই, তবে গলির কুকুরগুলো সবসময় পাহারা দেয়। ওরাই সারা রাত শিশুটিকে ঘিরে রেখেছিল, শিয়াল ঢুকতে পারেনি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top