নবদ্বীপ ভাগীরথী নদীতে ফের কুমিরের আতঙ্ক

নবদ্বীপ ভাগীরথী নদীতে ফের কুমিরের আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নদীয়া – নবদ্বীপ ভাগীরথী নদীতে ফের কুমিরের আতঙ্ক। দেখা মিললো বিশালাকার এক পূর্ণবয়স্ক কুমীরের। কুমির দেখা মাত্রই ভাগীরথী নদীতে স্নান করতে আসা সমস্ত লোকজন উঠে আসে পাড়ে। নিমেষেই গোটা নবদ্বীপ ছড়িয়ে পড়ে নদীতে কুমিরের খবর। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরে। এর আগেও প্রায় মাস ৬ তারিখ আগে নবদ্বীপের ভাগীরথী নদীতে দেখা গেছিল একটি পূর্ণবয়স্ক কুমির। এর বিশ মিনিট দাবদায়ে মানুষ যখন নাজেহাল হয়ে গঙ্গায় স্নান করতে ভিড় জমিয়েছে ঠিক সেই মুহূর্তে আজ সকালে দেখা মিলল এক পূর্ণবয়স্ক কুমিরের। আর গঙ্গায় কুমির এসেছে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা নবদ্বীপ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আজ সকালে নবদ্বীপ রানীর ঘাট সংলগ্ন এলাকায় দেখা মেলে এই কুমিরের। খবর যায় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানা থেকে খবর দেওয়া হয় বনদপ্তরকে। ইতিমধ্যেই কুমিরের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। একই সাথে তীর্থ নগরী নবদ্বীপে ক্ষুদ্রান্ত থেকে ছুটে আসা লোকজনের মধ্যে শুরু হয়েছে কুমির আতঙ্ক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top