নববর্ষেই উন্মোচন হল DHFC এর জার্সি ও‌ লোগো! নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নববর্ষেই উন্মোচন হল DHFC এর জার্সি ও‌ লোগো! নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নববর্ষেই উন্মোচন হল DHFC এর জার্সি ও‌ লোগো! নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নববর্ষে ফুটবল প্রেমীদের জন্য সুখবর! মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সাথে এবার মাঠে নামবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। যার নেপথ্যে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। নববর্ষের শুভ লগ্নে বারপুজো করে উন্মোচন করলেন ক্লাবের লোগো ও নতুন জার্সি। পাশে ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, রহিম নবির মতো প্রাক্তন ফুটবলাররা।

 

জার্সি ও লোগো উন্মোচন করে অভিষেক বললেন, “এমন শুভ দিনে আমাদের ক্লাবের পথচলা শুরু হল। আমাদের স্বপ্ন অবশেষে বাস্তবে রুপ পেল। দারুণ অনুভূতি হচ্ছে। আমরা এ বার কলকাতা লিগের প্রথম ডিভিশন খেলব। তবে আমাদের লক্ষ্য হল আইএসএল খেলা।” উল্লেখ্য, গত বছর এমপি কাপ’-এর সময় অভিষেক ঘোষণা করেন যে খুব শীঘ্রই তাঁর ফুটবল টিম আসতে চলেছে। আর তার কথা মতোই চার-পাঁচ মাসের মধ্যেই আত্মপ্রকাশ পেল DHFC।

আর ও পড়ুন      বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন

এদিন জার্সি উন্মোচনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক গোপালকৃষ্ণ গোখলের অমর উক্তি স্মরন করে বলেন, ”আগে বলা হত হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এটা অক্ষরে অক্ষরে আজ সত্যি। আজ প্রমাণ হয়ে গিয়েছে হোয়াট ডায়মন্ড হারবার থিংকস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমরো। সমাজের মানুষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কেবল রাজনীতির মাধ্যমে যোগাযোগ রাখা সম্ভব নয়।

 

রাজনীতির ময়দানে রাজনীতি হবে। আমি অনুরোধ করব জাতি, ধর্ম নির্বিশেষে এই ক্লাবের সঙ্গে সহযোগিতা করুন। আপনি বিজেপি করলেও স্বাগত, আপনি তৃণমূল করলেও স্বাগত। আপনি সিপিএম করলেও স্বাগত, আপনি কংগ্রেস করলেও স্বাগত। রাজনীতি করলেও স্বাগত, না করলেও স্বাগত। ডায়মন্ড হারবার সবার। আমাদের নেত্রী বলেছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। রাজনীতি যার যার, ফুটবল সবার।” নববর্ষেই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top