নবম শ্রেণীর ছাত্রীর স্কুল ব্যাগ থেকে বন্ধুক উদ্ধার

নবম শ্রেণীর ছাত্রীর স্কুল ব্যাগ থেকে বন্ধুক উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নবম শ্রেণীর ছাত্রী স্কুল ব্যাগ থেকে উদ্ধার হলো বন্ধুক। ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায়। নন্দকুমার থানার পুলিশ গিয়ে ওই নবম শ্রেণীর ছাত্র ও বন্দুকটি আটক করে থানায় নিয়ে আসে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা শেখ ইয়াসিন নবম শ্রেণীর ছাত্র। শেখ ইয়াসিন বাসুদেবপুর মহারাজা নন্দকুমার হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতোই শনিবার স্কুলে আসে ওই নবম শ্রেণীর ছাত্র। স্কুলের ক্যান্টিনে ছাত্রটির হাবভাব দেখে সন্দেহ হয় শিক্ষকের। ছাত্রদের পক্ষ থেকে উদ্ধার হয় নেশাজাতীয় দব‍্য। ব্যাগের ভেতরে তল্লাশি চালানো উদ্ধার হয় বন্ধুক।

 

ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় নন্দকুমার থানার পুলিশকে। দ্রুত পুলিশ গিয়ে নবম শ্রেণীর ছাত্র ও বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষার পর জানা যায় ওই বন্দুকটি বুলেট ব্যবহারে নয়। কোন মেলা বা অনুষ্ঠানে বেলুন ফাটানো জন্য বন্দুকটি ব্যবহার করা হয়। পুলিশ ওই ছাত্রকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি ওই ছাত্রের বাবাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ। ওই নবম শ্রেণির ছাত্রের বাবা নন্দকুমার বাজারে লোহা-লক্কড়ের দোকান রয়েছে । ওই বন্ধুক কোথায় পেল ওই ছাত্র ? বন্দুকবাজ কি কাজে লাগে ছাত্রের ? পরিবারের লোকেরা কি বন্দুক সম্পর্কে অজানা ? একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে।

 

স্কুলের শিক্ষক ভবতোষ ভূঁইয়া বলেন ” একটা ক্লাস করার পর যখন দেখি ক্যান্টিনে ওই ছাত্র খাচ্ছে। তখন ওই ছাত্রকে আমি জিজ্ঞাসা করি তোর বাড়ি থেকে তোর মা খেতে দেয়নি। তখন ওই ছাত্র জানায় নাসার আমি খেয়ে আসিনি , ব্যাগে অনেক ভাব দেখে ওকে জিজ্ঞাসা করি। ব্যাগের মধ্যে কি রয়েছে? প্রথমে ওই ছাত্র জানার কিছু নেই। পড়ে দেখো সার্চ করে দেখি একটি বন্দুক রয়েছে। ওই ছাত্রের পকেট থেকে বেড়ি ও গুটকা পাওয়া গেছে। তখনই আমি অন্যান্য শিক্ষক সহ পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে ওই ছাত্র বন্দুকটি উদ্ধার করে নিয়ে গেছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে “।

 

নন্দকুমার থানার ওসি মনোজ কুমার ঝাঁ বলেন ” স্কুল ছাত্রের ব্যাগ থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে। যদিও ওই বন্দুকটি বুলেট ব্যবহারে নয়। ছাত্রকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ওই বাবাকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি “।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top