নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৮ শে জুন:নবান্নের নিরাপত্তায় বেশ বড়সড় ত্রুটি। নবান্নে প্রতিদিন বিভিন্ন দফতরের কাজে যোগ দিতে আসেন প্রচুর কর্মী আধিকারিক। তাদের অনেকেই আসেন সরকারের দেওয়া গাড়িতে। এইসব গাড়ি যাতে নবান্নে প্রবেশ করতে পারে তার জন্য সব গাড়িতে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা স্টিকার দেওয়া হয়। এই স্টিকারের মেয়াদ হয় সাধারনত এক বছরের।
মেয়াদ শেষ হলে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে নিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ গাড়ির নির্দিষ্ট স্টিকার মেয়াদ উত্তীর্ণ। নবান্নে প্রবেশের জন্য যে বিশেষ স্টিকার গাড়ির জন্য দেওয়া হয় সেই স্টিকারের বেশিরভাগটাই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন স্টিকার মিলছে না বলে অভিযোগ*।