নবান্ন অভিযানের আগে সাঁতরাগাছিতে প্রস্তুতি, ব্যারিকেড বসাতে ব্যস্ত হাওড়া পুলিশ

নবান্ন অভিযানের আগে সাঁতরাগাছিতে প্রস্তুতি, ব্যারিকেড বসাতে ব্যস্ত হাওড়া পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া- আগামী ৯ আগস্ট নবান্ন অভিযান ডেকেছে বিজেপি। তার আগেই নিরাপত্তার খাতিরে প্রস্তুতি শুরু করল হাওড়া সিটি পুলিশ। মূলত যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা।

সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ের ধারে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যারিকেড বসানোর কাজ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এক্সপ্রেসওয়ের ধার ঘেঁষে রাস্তার উপর গর্ত করে সেখানে বড় বড় লোহার বীম কংক্রিটের মাধ্যমে ঢালাই করে স্থাপন করা হচ্ছে। এই পদ্ধতিতে ব্যারিকেডগুলো আরও মজবুত ও টেকসই করা হচ্ছে, যাতে সহজে কেউ তা ভাঙতে না পারে বা সরাতে না পারে।

ব্যারিকেডের এই প্রস্তুতি দেখে অনেকেই মনে করছেন, ৯ আগস্টের নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোনওভাবেই প্রশাসন ঝুঁকি নিতে চাইছে না। ফলে আগে থেকেই প্রতিটি সম্ভাব্য প্রবেশপথে নজর রেখে ব্যারিকেডিং এবং নজরদারি চালানো হচ্ছে।

নবান্ন অভিযানের দিন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে লক্ষ্য রেখেই এক্সপ্রেসওয়ে এবং আশপাশের এলাকায় পুলিশের তরফে নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে বসানো হতে পারে সিসিটিভি, মোতায়েন হতে পারে অতিরিক্ত পুলিশ বাহিনীও। সব মিলিয়ে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top