নবান্ন অভিযানের আগে হাওড়ায় কড়া নিরাপত্তা, মাঠে ড্রোন-জলকামান-র‍্যাফ

নবান্ন অভিযানের আগে হাওড়ায় কড়া নিরাপত্তা, মাঠে ড্রোন-জলকামান-র‍্যাফ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




কলকাতা – এসএসসি-র চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের নবান্ন অভিযান ঘিরে হাওড়া জুড়ে নিরাপত্তা বলয় গড়ে তুলল প্রশাসন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় কংক্রিটের ব্যারিকেড বসানো হয়েছে। সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড এবং হাওড়া ময়দান জিটি রোড এলাকায় তৈরি হয়েছে প্রতিরোধের বেষ্টনী।

রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক অলক রাজোরিয়া আজ সকালেই যান হাওড়া ময়দানে। ঘুরে দেখেন নিরাপত্তা ব্যবস্থা। তাঁর উপস্থিতিতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়। রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র‍্যাফ ও কমব্যাট ফোর্স। ব্যবহৃত হচ্ছে জলকামান। পাশাপাশি চলছে ড্রোন এবং সিসিটিভির মাধ্যমে নজরদারি।

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে মিছিল করে নবান্ন যাওয়া যাতে সম্ভব না হয়, সেইজন্যই আগেভাগে প্রস্তুতি। গোটা হাওড়া শহর এখন কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top