নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক এফআইআর

নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক এফআইআর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা, হুমকি ও আদালত অবমাননাসহ একাধিক অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিন্দা-সহ কয়েকজন রাজ্য বিজেপি নেতার বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে।

উচ্চ আদালত আগেই জানিয়েছিল যে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু শনিবারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অরাজনৈতিক বলে ঘোষিত নবান্ন অভিযান কার্যত বিজেপির দখলে চলে যায় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের উপর আক্রমণ চালায়। ঘটনায় তিনজন কনস্টেবল ও এক আইপিএস পদমর্যাদার অফিসার আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

পার্ক স্ট্রিট এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সাঁতরাগাছিতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিতে গেলে হামলা ও হুমকির অভিযোগ ওঠে। এই ঘটনাগুলির ভিত্তিতেই একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

শনিবারের নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। ঘোষণামতে, এটি ছিল অরাজনৈতিক কর্মসূচি। তবে ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা ও অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানানো হয়।

ঘটনার পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন যে, অভয়ার মা-বাবাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বিজেপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top