কলকাতা – নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম মানস চন্দ্র সাহা (৫৫), বাড়ি নৈহাটিতে। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে। এর আগে বিজেপি কর্মী চন্দন গুপ্তাকে একই মামলায় গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছিল।
পুলিশের অভিযোগ, অভিযানে অংশ নেওয়া কয়েকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইট ও অন্যান্য সামগ্রী নিয়ে এসেছিলেন, যাতে পুলিশকে আক্রমণ করা যায়। কলকাতা পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে, ঘটনায় মোট ৬টি মামলা রেকর্ড হয়েছে।
গত মঙ্গলবার লালবাজারে সাংবাদিক বৈঠকে যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার) মিরাজ খালিদ জানান, পুলিশ আগেই জানিয়েছিল বিক্ষোভ সাঁতরাগাছি বা রানি-রাসমণি অ্যাভিনিউতে করা যাবে। কিন্তু নির্ধারিত রুট এড়িয়ে মিছিল হঠাৎ ডোরিনা ক্রসিং থেকে দক্ষিণমুখী হয়ে পার্কস্ট্রিটের দিকে চলে যায়। বাধা দিতে গেলে পুলিশকে মারধর করা হয়। এতে ৫ জন পুলিশ আহত হন, ডিসির গার্ড গুরুতর জখম হন।
