“নবান্ন অভিযানে হাওড়া-কলকাতায় বড় ট্রাফিক পরিবর্তন”

“নবান্ন অভিযানে হাওড়া-কলকাতায় বড় ট্রাফিক পরিবর্তন”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া – আগামী শনিবার, ৯ আগস্ট ২০২৫, নবান্ন অভিযানের জেরে হাওড়া ও কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বড়সড় ট্রাফিক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ-সহ বিভিন্ন সংগঠনের ডাকা এই কর্মসূচিকে ঘিরে যানজটের আশঙ্কা থাকায় বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি হয়েছে। পুলিশের মতে, বিকল্প রুট ব্যবহার করলে সাধারণ যাত্রী ও অফিসগামীদের ভোগান্তি অনেকটাই কমবে।

নির্দেশিকা অনুযায়ী, কোলাঘাট দিক থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসা এবং কোনা এক্সপ্রেসওয়ে, হাওড়া-আমতা রোড বা হাওড়া-আন্দুল রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে ইচ্ছুক গাড়িগুলিকে ধুলাগড়–নিবরা–সালোপ–পাকুরিয়া–সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে বলা হয়েছে। একইভাবে ডানকুনি থেকে আসা গাড়িকেও দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু ধরার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শিবপুর ও কাজীপাড়া অঞ্চলের যানজট এড়ানো যায়।

কলকাতা থেকে হাওড়াগামী গাড়ির ক্ষেত্রেও এই বিকল্প রুট প্রযোজ্য হবে। হাওড়া ময়দান, শিবপুর এবং মল্লিক ফাটাক অঞ্চলে চাপ কমাতে তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে বলা হয়েছে। হাওড়া রেলওয়ে স্টেশন বা উত্তর হাওড়া অঞ্চল থেকেও জিটি রোড ধরে নিবেদিতা সেতুর দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কাজীপাড়া-দ্বিতীয় হুগলি সেতু অঞ্চলে কিছু বিশেষ রুট পরিবর্তন থাকবে— ফোরশোর রোড ধরে রামকৃষ্ণপুর ক্রসিং পর্যন্ত যাতায়াত, গ্র্যান্ড ফোরশোর রোড ব্যবহার, এইচএম বোস রোড/আরবি সেতু/এইচআইটি ব্রিজের মাধ্যমে হাওড়া ব্রিজ প্রবেশ, অথবা এইচআইটি ব্রিজ থেকে আরবি সেতু হয়ে এমবি রোড–এনএস রোড–মল্লিক ফাটাক–বেলেপোল–হ্যাংসাং ক্রসিং পৌঁছনো যাবে।

পুলিশ জানিয়েছে, অভিযানের দিন সকাল থেকেই একাধিক মোড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে এবং যাত্রীদের প্রয়োজনে বাড়তি সময় হাতে নিয়ে বেরোনোর অনুরোধ করা হয়েছে। গুগল ম্যাপ বা ট্রাফিক হেল্পলাইনের মাধ্যমে রিয়েল-টাইম তথ্য নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেও প্রশাসন স্পষ্ট করেছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনও বাধা দেওয়া হবে না, তবে জনজীবন ব্যাহত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top