নবাবগঞ্জঘাটে ফেরি সার্ভিস চালুর দাবিতে বিজেপির বিক্ষোভ। প্রায় পাঁচ বছর ধরে বন্ধ শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ ইছাপুররের নবাবগঞ্জ ফেরীঘাট। উল্লেখ্য,গত ২০১৮ সালের মে মাসের শেষের দিকে হুগলীর তেলেনিপাড়া ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর সরকারের নির্দেশিকা ছিল,যে ঘাটে পাকা জেটি নেই সেই ঘাটে ফেরী সার্ভিস বন্ধ রাখতে হবে।
কিন্তু পরবর্তীকালে উত্তর ব্যারাকপুর পুরসভার অন্তর্গত ইছাপুর নবাবগঞ্জ ফেরীঘাটে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের আর্থিক সহায়তায় নির্মাণ করা হয় কংক্রিটের পাকা জেটি। যদিও কোন এক অঞ্জাতো কারনে আজও নবাবগঞ্জ ঘাটে ফেরী চলাচল শুরু হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ঘাটে ফেরী চলাচল শুরু না হওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে ইছাপুর নবাবগঞ্জ ঘাটে দ্রুত ফেরী সার্ভিস চালুর দাবি জানিয়ে মঙ্গলবার সকালে সকালে বিজেপির নোয়াপাড়া মন্ডল-২ এর পক্ষ থেকে নবাবগঞ্জ ফেরীঘাটে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
আরও পড়ুন – প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করলও স্বেচ্ছাসেবী সংস্থা
লিজ নিয়ে তৃনমূলের গোষ্ঠী কোন্দোলের জেরে এই ঘাটে ফেরী সার্ভিস চালু করা হচ্ছে না বলে বিজেপির অভিযোগ। এদিকে সেই নবাবগঞ্জ ফেরীঘাট পরিদর্শনে এলে উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষের গাড়ী ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী-সমর্থকেরা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ এসে বিক্ষোভরত বিজেপি কর্মী-সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়।
এই ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যান মলয় ঘোষ বলেন,প্রচারে থাকতেই বিজেপি এই ধরনের ঠুনকো রাজনীতি করছে। তার দাবী, আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নয়টি ফেরীঘাটের উদ্ধোধন করবেন। সেই তালিকায় ইছাপুরের নবাবগঞ্জ ও দেবীতলা ঘাট রয়েছে। বিক্ষোভ প্রদর্শন নিয়ে মলয়বাবুর বক্তব্য, কিছু স্থানীয় ছেলে তার গাড়ির সামনে এসেছি। পুলিশ ওদের হটিয়ে দিয়েছে।
উল্লেখ্য, নবাবগঞ্জঘাটে ফেরি সার্ভিস চালুর দাবিতে বিজেপির বিক্ষোভ। প্রায় পাঁচ বছর ধরে বন্ধ শিল্পাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ ইছাপুররের নবাবগঞ্জ ফেরীঘাট। উল্লেখ্য,গত ২০১৮ সালের মে মাসের শেষের দিকে হুগলীর তেলেনিপাড়া ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর সরকারের নির্দেশিকা ছিল,যে ঘাটে পাকা জেটি নেই সেই ঘাটে ফেরী সার্ভিস বন্ধ রাখতে হবে।