তবে কি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রশান্ত কিশোর! ভোট কুশলী পিকে এবং কংগ্রেস নেতা সিধুর যুগলবন্দী নিয়ে শিউরে উঠছে জল্পনা। প্রশান্ত কিশোরের সঙ্গে সিধুর একটি ছবি সামনে আসতেই সেই জল্পনা আরও উস্কে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে তাদের যুগলবন্দির পিছনে রয়েছে একাধিক কারণও।
প্রশান্ত কিশোর যে এবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন, তা গত কয়েক দিনে তিনি নিজে সেকথা জানিয়েছেন। অন্য দিকে পঞ্জাবে কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলের মধ্যে যথেষ্ট কোণঠাসা সিধু৷ সূত্রের খবর, একদা গাঁধিদের ঘনিষ্ঠ সিধুর ফোনও নাকি এখন ধরছেন না তাঁরা৷
আর ও পড়ুন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী
ফলে সিধুর রাজনৈতিক ভবিষ্যতও এই মুহূর্তে ধোঁয়াশার মধ্যে রয়েছে৷ এরই মধ্যে কংগ্রেসে পিকে-র যোগদানের সম্ভাবনা যেদিন একেবারেই উবে গেল সেদিনই প্রশান্ত কিশোরকে চণ্ডীগড়ে সিধুর সঙ্গে দেখা যায়৷ প্রশান্ত কিশোরের ভূয়সী প্রশংসাও শোনা যায় সিধুর মুখে। এর কয়েকদিনের মধ্যেই পটনায় জন সুরজ পদযাত্রার কথা ঘোষণা করেন প্রশান্ত কিশোর৷ জন সুরজ যাত্রার জন্য প্রশান্ত কিশোরকে আগাম অভিনন্দনও জানান কংগ্রেস নেতা৷ যার জেরেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তবে কি এবার যুগলবন্দী হতে চলেছে সিধু ও পিকের?
কারণ এই জন সুরজ যাত্রা আসলে প্রশান্ত কিশোরের নিজের রাজনৈতিক দল তৈরির প্রথম পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। আর এখন আম জনতার নজর কারার জন্য সিধু যে সবচেয়ে বড় হাতিয়ার প্রশান্ত কিশোরের সেটাও সকলের জানা। সূত্রেও খবর, প্রাক্তন ভারতীয় ওপেনার নাকি এবার হয় নিজের রাজনৈতিক দল শুরুর কথা ভাবছেন৷ তা না হলে নিজের নতুন ইনিংস শুরু করার একটি মঞ্চ খুঁজছেন৷ ফলে প্রশান্ত কিশোর এখন তাঁর সহায় হতেই পারেন। নভজ্যোৎ সিং



















