নভেম্বরের শুরুতেই পারদ পতন, হালকা শীতের আমেজে বঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই পারদ পতন, হালকা শীতের আমেজে বঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – অবশেষে নভেম্বরের শুরুতেই বঙ্গে নামতে শুরু করেছে শীতের হাওয়া। সকাল ও সন্ধ্যায় শহর থেকে জেলা জুড়ে মিলছে হালকা ঠান্ডার আমেজ। তবে এরই মধ্যে ফের চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। ফলে প্রশ্ন উঠেছে—পাকাপাকিভাবে কবে নামবে শীতের কামড়?

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন হেরফের হবে না। সকাল ও সন্ধ্যায় ঠান্ডার আমেজ মিললেও, দিনের বেলা থাকবে মনোরম রোদ। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও পরিবর্তন আসতে পারে হাওয়ার দিকবদলে। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নতুন একটি নিম্নচাপ, যার প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বড় কোনও বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

কলকাতার আকাশ পরিষ্কার:
রাজধানী কলকাতার আকাশ এখন একেবারে নির্মল। মঙ্গলবার সকালেও শহরে মনোরম আবহাওয়া বিরাজ করছে। রোদ ঝলমলে আকাশে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, আর আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। ফলে তিলোত্তমা শহরে এখনই শুরু হয়েছে হালকা শীতের মিষ্টি আমেজ।

উত্তরবঙ্গের শীতল হাওয়া:
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এখন বৃষ্টি নেই। বরং দার্জিলিং ও কালিম্পঙে শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। রাতের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে ১২–১৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে পাহাড়ি অঞ্চলে আগেভাগেই মিলছে শীতের ছোঁয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গের আকাশ থাকবে মেঘমুক্ত এবং পারদ আরও নিচে নামতে পারে আগামী কয়েক দিনে।

জাঁকিয়ে শীত কবে থেকে?
আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের শুরু থেকেই ঠান্ডার আমেজ মিললেও এখনও পর্যন্ত ‘জাঁকিয়ে শীত’ পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে দিন পাঁচেক তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে ডিসেম্বরের শুরু থেকে উত্তর-পশ্চিম দিকের শুষ্ক ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করলে তবেই বঙ্গে নামবে প্রকৃত শীত। এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় আবহাওয়াবিদদের বক্তব্য—এখন থেকেই ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ, ডিসেম্বরেই মিলবে শীতের জাঁকজমক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top