নমামী গঙ্গার ৩৬ তম গঙ্গাদূত প্রশিক্ষণ শিবির। মালদা নেহরু যুব কেন্দ্রের তত্ত্বাবধানে মানিকচক ব্লকের ভুতনী থানার বাকডুকরা প্রাইমারি স্কুলে মালদা নমামী গঙ্গের ৩৬ তম গঙ্গা দূত প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। হীরানান্দপুর গ্রাম পঞ্চায়েতের অধিনস্ত গোপালপুর,বালুটোলা, হরচাদপুর,গ্রিধারি টোলা,বাকডুকরা গ্রামের মোট ৫০ জন যুবক-যুবতী দুই দিনের গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ প্রশিক্ষন শিবিরে অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন মালদা নমামী গঙ্গের জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস,সমাজ কর্মী দেবাশিস মন্ডল সহ অনান্যরা।
দিন দিন গঙ্গা নদীর জল দূষণ যেভাবে বেড়েই চলেছে তাতে জীবকুল তীব্র সংকটে। শুধু তাই নয়, যদি আমরা জল অপচয় বা জলদুষণ রুখতে সচেতন করা।তাহলে বেশ কিছু বছর পর বিশুদ্ধ জলের সমস্যায় পড়তে হবে । তাই ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের নমামী গঙ্গে প্রকল্প গঙ্গা নদীর দূষণ মুক্ত করার জন্য গঙ্গা নদীর তীরবর্তী এলাকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।গঙ্গা নদী যাতে দূষণ না হয় সেই সব দিক লক্ষ্য রাখা।
পাশাপাশি ব্যায়াম, বৃক্ষরোপণ, জঙ্গল সাফাই,প্লাস্টিক ব্যবহার বন্ধ করা,জল দূষণ এবং অপচয় যাতে না করে তার জন্য র্যালির মাধ্যমে হাতে পোস্টার নিয়ে রালি করা হয়। প্রশিক্ষণের শেষে উপস্থিত সকল গঙ্গাদূত সদস্যকে শংসাপত্র প্রদান করা হয় মালদার নমামী গঙ্গের পক্ষ থেকে।
আরও পড়ুন- গঙ্গা ভাঙন নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলে প্রতিবাদ সভা তৃণমূলের
উল্লেখ্য, মালদা নেহরু যুব কেন্দ্রের তত্ত্বাবধানে মানিকচক ব্লকের ভুতনী থানার বাকডুকরা প্রাইমারি স্কুলে মালদা নমামী গঙ্গের ৩৬ তম গঙ্গা দূত প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। হীরানান্দপুর গ্রাম পঞ্চায়েতের অধিনস্ত গোপালপুর,বালুটোলা, হরচাদপুর,গ্রিধারি টোলা,বাকডুকরা গ্রামের মোট ৫০ জন যুবক-যুবতী দুই দিনের গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ প্রশিক্ষন শিবিরে অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন মালদা নমামী গঙ্গের জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস,সমাজ কর্মী দেবাশিস মন্ডল সহ অনান্যরা।
দিন দিন গঙ্গা নদীর জল দূষণ যেভাবে বেড়েই চলেছে তাতে জীবকুল তীব্র সংকটে। শুধু তাই নয়, যদি আমরা জল অপচয় বা জলদুষণ রুখতে সচেতন করা।তাহলে বেশ কিছু বছর পর বিশুদ্ধ জলের সমস্যায় পড়তে হবে । তাই ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের নমামী গঙ্গে প্রকল্প গঙ্গা নদীর দূষণ মুক্ত করার জন্য গঙ্গা নদীর তীরবর্তী এলাকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।গঙ্গা নদী যাতে দূষণ না হয় সেই সব দিক লক্ষ্য রাখা।