সবুজ রঙের পাকিস্তানি জার্সি। পিছনে নম্বর ৭। এই পর্যন্ত ঠিক ছিল। তবে পরের তথ্য চমকে দেবে যে কোনও ক্রিকেট ভক্তকে। বিশেষত ভারতীয়। কারণ ৭ নম্বরের পাক জার্সিতে লেখা নাম – ধোনি।
মহেন্দ্র সিং ধোনির নাম লেখা পাক জার্সি বানিয়েছেন সীমান্তের ওপাড়ের MSD-ভক্ত শেহজাদ উল-হাসান। ধোনি ভক্ত এই পাকিস্তানি ব্যক্তি ট্যুইটারে সেই জার্সির ছবিও পোস্ট করেছেন।
এরপরই ট্যুইটারে ভাইরাল হয়ে যায় ধোনির পাক জার্সি। তবে বহু নেটিজেনরাই কুর্নিশ জানিয়েছেন হাসানকে। দেখা গেছে, ‘দেশ বদলালেও থালার জন্য ভালোবাসা একই থাকে’ জাতীয় মন্তব্য।
৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ICC ক্রিকেট বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারতীয় ক্রিকেট দল।