৪ দিনের মার্কিন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ৪ দিনের মার্কিন সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। ২২ থেকে ২৫ তারিখের এই সফরে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
Quad গোষ্ঠীভূক্ত দেশগুলি অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠক হবে।এর পাশাপাশি রাষ্ট্রসংঘের সম্মেলন রয়েছে নিউইয়র্কে। সেখানেও যোগ দেবেন মোদী।২৩ তারিখ প্রধানমন্ত্রী মোদী দেখা করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা। Quad গোষ্ঠীভূক্ত দেশগুলির সঙ্গে পরে ডিনারও করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আর ও পড়ুন ‘বকুল’ এবার দেবী কুষ্মাণ্ডা! দেখুন এই অভিনেত্রীর মহালয়ার লুক
প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে বাইডেনের বৈঠকে দ্বিপাক্ষিক একাধিক বিষয় উঠতে পারে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য যেটা এতোদিন থমকে ছিল। এর পাশাপাশি G-7 summit এর প্রসঙ্গও উঠতে পারে মোদীর সফরে। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদি হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে ব্যক্তিগতভাবে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তবে বৈঠকে তালিবান ইস্যুও ওঠে কিনা, সেই দিকেও রয়েছে নজর।
আফগানিস্তানে বর্তমানে ক্ষমতায় রয়েছে তালিবানরা। যা নিয়ে উদ্বেগে রয়েছে ভারত। তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার প্রায় ১ মাস পরেই মার্কিন মুলুকে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফলে তালিবান ইস্যুও উঠতে পারে বলে জল্পনা চলছে।
প্রসঙ্গত, গত ৬ মাসে প্রধানমন্ত্রী মোদীর এটাই প্রথম বিদেশ সফর। আর সেই সফরটি তিনি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় প্রেসিডেন্ট পদে জো বাইডেন আসার পরে এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর। এর আগে প্রধানমন্ত্রী মোদীর শেষ মার্কিন সফর ছিল ২০১৯ সালে। সেই সময়ে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ফলে বাইডেন-মোদীর বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের কূটনৈতিক মহল । যদিও এর আগে কমপক্ষে তিনটি বৈঠকে দুজনের ভার্চুয়ালি সাক্ষাৎ হয়েছে। মার্চ মাসে কোয়াড ভার্চুয়াল সামিট, এপ্রিলে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন এবং চলতি বছরের জুন মাসে জি-7 শীর্ষ সম্মেলনে দুজনের কথা হয়েছে।