কলকাতা – নরেন্দ্র কাপের উদ্বোধনী মঞ্চেই তৈরি হলো চাঞ্চল্য। বৃহস্পতিবার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এই বিক্ষোভের নেতৃত্ব দিলেন স্বয়ং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। ফলে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ায়।
১১ সেপ্টেম্বর, বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবসে সারা দেশজুড়ে ফুটবল খেলার কর্মসূচি নিয়েছিল রাজ্য সরকার। তার অংশ হিসেবেই হাওড়ার আরতি কটন জুট মিলের মাঠে আয়োজিত হয় নরেন্দ্র কাপ উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু মিলটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রাপ্য পাওনাও মেটেনি। এমন পরিস্থিতিতে ওই মাঠে ফুটবল খেলা বিলাসিতা ছাড়া কিছু নয় বলে দাবি করে বিক্ষোভ শুরু করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
বিক্ষোভ মঞ্চ থেকে তিনি সাফ জানিয়ে দেন, “কেন্দ্র সরকার শ্রমিকদের স্বার্থে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ শ্রমিকদের বঞ্চিত রেখে সেই মাঠেই ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।” তাঁর এই বক্তব্যকে ঘিরেই রাজনৈতিক রং চড়ে ওঠে।
অন্যদিকে, বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, “আরতি কটন মিলের সমস্যা নিয়ে একসময় হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় লোকসভায় বিষয়টি তুলেছিলেন। আমরাও চাই মিলটি পুনরায় চালু হোক। তবে আজকের বিক্ষোভের ধরন একেবারেই অসৌজন্যমূলক।”
এই ঘটনায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের আড়ালে উঠে এসেছে শ্রমিকদের দুঃখ-দুর্দশার চিত্র। মিল বন্ধ থাকায় কর্মীদের জীবিকা অনিশ্চয়তায়। রাজনৈতিক দলগুলির তরজা সেই সমস্যাকেই নতুন করে সামনে এনে দিল।
কলকাতা তথা গোটা রাজ্যে ফুটবল উৎসবের আবহে নরেন্দ্র কাপের এই উদ্বোধনী অনুষ্ঠান শ্রমিক সমস্যা ও রাজনৈতিক বিক্ষোভে অন্য মাত্রা পেল। এখন দেখার, এই ঘটনায় শ্রমিকদের দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণে কোনো কার্যকর পদক্ষেপ হয় কি না।
