নিজস্ব সংবাদদাতা ১৫ জানুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান : বন্ধ কারখানার ভিতরে থেকে উদ্ধার নর কঙ্কাল। চাঞ্চল্য দুর্গাপুরের লিলুয়া বাঁধ এলাকায়।
শুক্রবার বেলা ১১টা নাগাদ দুর্গাপুরের ৩০নম্বর ওয়ার্ডের অন্তর্গত লিলুয়া বাঁধ এলাকায় বন্ধ পাইপ কারখানার ভিতরে বাসিন্দারা নর কঙ্কালের মাথার খুলি পড়ে থাকতে দেখে। এরপর আতঙ্কিত বাসিন্দারা খবর দেয় স্থানীয় কোকওভেন থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে নর কঙ্কালটির মাথার খুলি, একজোড়া জুতো, হাতের বালা এবং দেহের হাড় উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা সাহেব খান জানান, সকালে নর কঙ্কালের খুলি দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। কোন পূর্ণাঙ্গ মানুষের দেহাবশেষ বলে মনে হচ্ছে। গৃহবধূ শামীমা বিবি জানান, পুলিশ তদন্ত করে দেখুক কিভাবে নর কঙ্কালটি এখানে এলো। কারণ স্থানীয় মানুষ ঘটনার কথা জানার পর আতঙ্কে আছে। পুলিশ সূত্রে খবর, বাইরে থেকে কেউ নর কঙ্কালটির দেহাবশেষ নিয়ে এসে ফেলে গেছে। ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা তদন্ত করে দেখা হবে।