নলহাটিতে শুটআউট: স্বামীর গুলিতে গুরুতর জখম যুবতী, গ্রেফতার অভিযুক্ত

নলহাটিতে শুটআউট: স্বামীর গুলিতে গুরুতর জখম যুবতী, গ্রেফতার অভিযুক্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বীরভূম – বীরভূমের নলহাটিতে চাঞ্চল্যকর শ্যুটআউট। বাড়ির দরজার সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর চারটি গুলি ছুঁড়ে গুরুতর জখম করা হল এক যুবতীকে। গুলিবিদ্ধ ওই তরুণীর নাম সীমা খান। তাঁকে দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, সীমার বুকে একটি, হাতে দু’টি এবং কোমরে আরও একটি গুলি লেগেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বিউটি পার্লারের মালিক সীমা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির দরজার ঠিক সামনে দাঁড়াতেই আচমকাই চার রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া এলাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান—স্বামী রজু খানের সঙ্গে দীর্ঘদিন ধরেই সীমার সম্পর্কের অবনতি হচ্ছিল। সেই বৈবাহিক কলহ থেকেই গুলির ঘটনার সূত্রপাত।

ঘটনার পরেই অভিযুক্ত স্বামী রজু খানকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। কী কারণে এই হামলা, অন্য কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, এ ধরনের ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। ফলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নলহাটি জুড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top