নশীপুর আজিমগঞ্জ রেল ব্রীজের দাবিতে রাস্তা অবরোধ

নশীপুর আজিমগঞ্জ রেল ব্রীজের দাবিতে রাস্তা অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,লালবাগ ,১০ই ডিসেম্বর :নশীপুর আজিমগঞ্জ রেল ব্রিজ ও আমানি গঞ্জ খোসবাগ রোড ব্রিজের দাবিতে উদ্যোগে অবস্থান বিক্ষোভে সামিল হল মুর্শিদাবাদ নগড় উন্নয়ন কমেটির সদস্যরা।সোমবার সকালে লালবাগ পাঁচরাহা মোড়ে এই বিক্ষোভ প্রশর্ষন করা হয় । ব্রীজের সার্ভে হয়ে যাবার পরেও আমানি গঞ্জ ও খোসবাগ রোড ব্রিজের জন্য অনুমোদন বাতিল করেছে রাজ্য সরকার এবং নশীপুর আজিমগঞ্জ রেল ব্রিজ তৈরী হবার পরেও সেটি চালু করা যাচ্ছে না।অথছো এই দুই ব্রিজ চালু হলে নবারের শহরের চেহারা বদলে যেত। প্রচুর পর্যটক আসতো শহরে।প্রশাসনিক কাজেও সুবিধে হত। তারা আরও জানায় এর পরেও যদি কাজ না হয় তারা বৃহত্বর আন্দোলনে নামবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top