নদিয়া – আর মাত্র কয়েকটা সপ্তাহ, তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সারা বছর ধরে নানা অনুষ্ঠান থাকলেও দুর্গা পুজোর মাহাত্ম্য আলাদা। এই উৎসবের আনন্দে মেতে ওঠার জন্য দর্শনার্থীরা সারাবছর অধীর আগ্রহে অপেক্ষা করেন। যে যেখানে থাকুক না কেন, পুজোর দিনগুলোতে সকলে ছুটে আসেন নিজ নিজ গৃহে এবং পরিবার, বন্ধু, প্রতিবেশীদের সঙ্গে মেতে ওঠেন পুজোর আনন্দে।
দুর্গা পুজোর সঙ্গে এক বিশেষ পরিচিতি গড়ে তুলেছে কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাব। প্রতি বছরই তারা নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন চমক উপহার দেয় দর্শনার্থীদের। এবছরও তার ব্যতিক্রম নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এবছরের পুজো শুধু নদীয়া জেলা নয়, রাজ্যের বাইরের দর্শনার্থীদেরও আকৃষ্ট করবে। ইতিমধ্যেই মন্ডপের অনন্য শিল্পকর্ম নিয়ে সবার মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।
প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মন্ডপ শিল্পীরা নাওয়া-খাওয়া ভুলে নিরলস পরিশ্রম করে চলেছেন। মন্ডপ প্রস্তুতির কাজ জোরকদমে এগিয়ে চলছে। এবছরের পুজোকে ঘিরে দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু চমকেরও আয়োজন রয়েছে। প্রবীণ নাগরিকদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীদের সহায়তায় থাকবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল।
যদিও এখনো পুজোর বাকি রয়েছে বেশ কয়েকটা সপ্তাহ, তবু এখন থেকেই নদীয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে দর্শনার্থীরা মন্ডপ দেখতে আসতে শুরু করেছেন। উৎসবের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। এবছরের কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গা পুজো তাই যে এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে, তা বলাই বাহুল্য।
