নাকাশীপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের আহত আরও ৫

নাকাশীপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের আহত আরও ৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নাকাশীপাড়া ,২৮ শে জুন: নাকাশীপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের আহত আরও ৫। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম সত্যজিৎ দে (৪২)। এছাড়াও এই ঘটনায় দুই শিশু  ও এক মহিলা সহ পাঁচজন গুরুতর জখম হন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  আনুমানিক রাত প্রায় আটটা নাগাদ নাকাশিপাড়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর হরনগর এলাকার কাছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ট্যানার পুলিশ। পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মারুতি গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বেথুয়াডহরীর হরণগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি মারুতি ভ্যান বহরমপুরের দিকে যাচ্ছিল। পাশাপাশি মারুতি গাড়ির সামনে কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত টোটোও যাচ্ছিল । হটাৎ মারুতি গাড়িটি টোটো গাড়িটিকে ওভারটেক করে যেতে গিয়ে টোটোয় ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে মারুতি গাড়িটি উল্টে যায়। পাশাপাশি মারুতির ধাক্কায় টোটো টি দু টুকরো হয়ে যায়। এই ঘটনায় মারুতির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনায় মারুতি ও টোটোয় থাকা প্রায় আটজন যাত্রী গুরুতর জখম হয়। তাদের সকলকেই শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান হয়েছে*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top