নাকা চেকিংয়ে ৫ কেজি ‘গাঁজা’ সহ ধৃত ২। রবিবার রাত্রে, বারাবনি থানার পুলিশকর্মীরা নাকা চেকিং চালায়। সেই সময় ওই থানার অন্তর্গত রুনাকুরা ঘাটের বেশ কিছুটা দূরে ঝাড়খণ্ডের দিক থেকে নীল রঙের বাইকে আসা দুই ব্যক্তিকে সন্দেহ হওয়ায়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা।
আটক হওয়া ওই দুই বাইক আরোহীর ব্যাগ থেকে উদ্ধার হয় ৫ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় ঝাড়খন্ড নিবাসী জনার্দন পাল (২৯) ও গোপীনাথ পাল (৩১) কে। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর যাবত এই দু’জন ঝারখন্ড থেকে বাংলায় এই কারবার করত। বারাবনি, আসানসোল, জামুড়িয়া সহ একাধিক জায়গায় এরা গাঁজা পাচার করতো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের সোমবার আসানসোল আদালতে পেশ করা হয়। বিচারক, ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
আরও পড়ুন – ট্রেনে কাটা পরে দুই ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া ধুম ডাঙ্গী এলাকায়
উল্লেখ্য, রবিবার রাত্রে, বারাবনি থানার পুলিশকর্মীরা নাকা চেকিং চালায়। সেই সময় ওই থানার অন্তর্গত রুনাকুরা ঘাটের বেশ কিছুটা দূরে ঝাড়খণ্ডের দিক থেকে নীল রঙের বাইকে আসা দুই ব্যক্তিকে সন্দেহ হওয়ায়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। আটক হওয়া ওই দুই বাইক আরোহীর ব্যাগ থেকে উদ্ধার হয় ৫ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় ঝাড়খন্ড নিবাসী জনার্দন পাল (২৯) ও গোপীনাথ পাল (৩১) কে। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর যাবত এই দু’জন ঝারখন্ড থেকে বাংলায় এই কারবার করত। বারাবনি, আসানসোল, জামুড়িয়া সহ একাধিক জায়গায় এরা গাঁজা পাচার করতো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের সোমবার আসানসোল আদালতে পেশ করা হয়। বিচারক, ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। নাকা চেকিংয়ে