১৬ ডিসেম্বর, নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার রণক্ষেত্র ধারণ করল পাটনা।টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ।সাথে পুলিশের গাড়ি এবং ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।পাথরের ঘায়ে জখম হয় বহু পুলিশ।জানা গিয়েছে, বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মূলত পাটনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেইসঙ্গে পার্শবর্তী এলাকার লোকজনও এতে যোগ দেয়। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
প্রতিবাদের নাম তান্ডব শুরু হয়েছে সারা দেশে।পাটনা পুলিশ সুপার গরিমা মালিক জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শহরের কার্গিল চক এলাকায় ১ ঘন্টা ধরে অবরোধ চলে যার জেরে বিপাকে পরে আমজনতা।পরিস্থিতি নিয়ন্রণে আন্তে পুলিশ গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিক্ষোভ বেঁধে যায়।
পাটনার পুলিশ সুপার গরিমা মালিক জানান, প্রতিবাদের জেরে যে অন্যায় তারা করছে এবং তাদের যে নেতৃত্ব দিয়েছে তাদেরই বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি’র সহায়তায় অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।