নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৯ জানুয়ারি, মমতা বন্দোপাধ্যায়ের আসার দশদিন পর পাল্টা মিছিল বিজেপির। মমতা বন্দোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করেছিল,কিন্তু বিজেপির এই র্যালি এই আইনের পক্ষে।রবিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উদ্যোগে মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত এই র্যালি কর্মসূচি চলে।
আগে থেকেই এদিনের মিছিলের ঘোষণা করা হয়। সেইমতো সকাল থেকেই একে একে বিভিন্ন দিক থেকে মিছিল করে মধ্যমগ্রামে জমায়েত হতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে মধ্যমগ্রামে একটি জনসভা করে,তারপর সেখান থেকে বিশাল মানুষের সমাগম নিয়ে র্যালি চলে বারাসাতের দিকে।সাথে মিছিলে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে চলে স্লোগান।এই মিছিলে মাতুয়া মহাসংঘের প্রচুর মানুষ পায়ে পা মেলান।