নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রানী রাসমণি পরিবার

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রানী রাসমণি পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ ডিসেম্বর, নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করলেন রানী রাসমণি পরিবারের বর্তমান বংশধররা। নাগরিকত্ব সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে রাজ্য এবং দেশজুড়ে যে অরাজকতা তৈরী হয়েছে তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে জানালেন রানী রাসমণি ও পদ্মমণি পরিবারের বর্তমান বংশধর রাণীমা শ্যামলী দাস। সোমবার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন কেন্দ্রের মোদি সরকার আগুন নিয়ে খেলা করছে। জাতিতে জাতিতে বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন চিরকাল বাংলা তথা ভারতবর্ষে হিন্দু মুসলমান সহ সব সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করে আসছে। এই একসঙ্গে বসবাস ভারতের ঐতিহ্য ভারতের পরম্পরা।

রানী রাসমণি-পদ্মমণি পরিবার এই পরম্পরাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু হঠাৎ করেই সেই পরম্পরা উপর আঘাত আসছে। এটা ভারতের অগ্রগতির পক্ষে অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। শ্যামলী দাস দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান শান্তি বজায় রাখার। দেশের সাধারন মানুষ কোন ধরনের পড়েছো না যাতে পা না দেন সেই আহ্বানও জানান তিনি। শুধু নাগরিকত্ব সংশোধনী আইনই নয়, এন আর সি-র তীব্র বিরোধিতা করেন শ্যামলীদেবী। বর্তমান রানী মা বলেন, যারা দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করছেন আজ তাদের বলা হচ্ছে তুমি এদেশে থাকতে পারবে না। এটা কখনো হয় নাকি। সবাই একসঙ্গে থাকবে কেউ কোথাও যাবেন না, জানালেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top