নাগাল্যান্ডে চেরি ব্লসমের জাদু, গোলাপি চাদরে ঢাকা শহর ও গ্রাম

নাগাল্যান্ডে চেরি ব্লসমের জাদু, গোলাপি চাদরে ঢাকা শহর ও গ্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


অফবিট – চেরি ব্লসম, এই ফুলের নাম শুনলেই প্রথম যে স্থানের কথা মাথায় আসে তা হল জাপান। কিন্তু কয়েকবছর ধরে সেই ছবিটা বদলাতে শুরু করেছে। কারণ, এবার ভিন দেশ নয়, নিজের দেশে নাগরিকরাই খুঁজে পেয়েছেন চেরি ব্লসমের অপরূপ সৌন্দর্য। দেশের উত্তর-পূর্বে বছরের এই সময় রীতিমতো গোলাপি ফুলের চাদরে আবৃত হয়ে যায় অঞ্চলটি। সেই দৃশ্য দেখে মনে হয় যেন ‘বনতল ফুলে ফুলে ঢাকা’।

নাগাল্যান্ডের বিভিন্ন জায়গা এই শীতের মরশুমে পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে। চেরি ব্লসমের এই গোলাপি আবরণে সাকুরা ভ্যালি বিশেষভাবে খ্যাত। ভ্রমণকারীরা এখানে এসে সেই অনবদ্য রূপ ও আবহাওয়ার সঙ্গে পরিচিত হচ্ছেন, যা মন কাড়ার মতো সৌন্দর্য উপহার দেয়।

নাগাল্যান্ডের রাজধানী কোহিমাও এই সময় সুন্দরভাবে সাজে। রাস্তাঘাট, বাগান—প্রায় প্রতিটি জায়গা এক ধরনের আলোকিত সৌন্দর্যে ভরে ওঠে। বহু বছর ধরেই দেশের নাগরিকরা এখানে আসছেন চেরি ব্লসম উপভোগ করতে। এই সময় ফটোগ্রাফারদের জন্যও কোহিমা বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে।

কোহিমার পাশাপাশি নাগাল্যান্ডের খুজামা গ্রাম, লংখুম গ্রাম এবং ফুটসেরোও পর্যটকদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সব জায়গায় ভ্রমণ করলে দর্শকরা প্রাকৃতিক সৌন্দর্য ও চেরি ব্লসমের জাদু একসঙ্গে উপভোগ করতে পারেন। তাই এই শীতের মরশুম নাগাল্যান্ড হয়ে উঠেছে নতুন চেরি ব্লসম হটস্পট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top