নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৯ জুন: -নাগেরবাজার থেকে তিনটি রুটের বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বাস চালকরা। 202 নাগেরবাজার থেকে সায়েন্স সিটি, মিনিবাস নাগেরবাজার থেকে হাওড়া এবং 3সি/1 নাগেরবাজার থেকে আনন্দপুর।
সকাল বেলা 3সি/1 বাস চালানোর পরে বাস বন্ধ করার সিদ্ধান্ত নিল বাস চালকরা, তাদের অভিযোগ তারা বাস চালিয়ে তেলের দাম তুলতে পারছে না। এমনিতেই তেলের দাম বেড়ে চলেছে কিন্তু যাত্রী ভাড়া বাড়ছে না । আনলক ওয়ান চলছে সেই কারণে, নির্দিষ্ট পরিমাণের বেশি যাত্রী তারা তুলতে পারছে না ফলে সারাদিন বাস চালিয়ে বাসের তেলের খরচা তারা তুলতে পারছে না, মালিকপক্ষ জানাচ্ছে তারা এই ভাবে বাস চালাতে পারছে না ফলে চালক থেকে কন্ডাকটর কেউই পয়সা পাচ্ছেনা, সেই কারণে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে। তারা জানিয়েছে আলোচনা হবে তারপরেই বাস চালাবে কিনা পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।ফলে যাত্রী ভোগান্তি বেড়েই চলবে।
নাগেরবাজারের তিনটে রুটের বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল চালকরা।
নাগেরবাজারের তিনটে রুটের বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল চালকরা।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram