নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর

নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১১ ডিসেম্বর ২০২০: বৃহস্পতিবার নাড্ডার কনভয়ে হামলা করা হয়েছিল এমনকি ওনার গাড়িতে ছোড়া হয়েছিল পাথর ।পারিপার্শ্বিক ছবি বলছে নাড্ডার আগমনে বিক্ষুব্ধ হয়েছেন তৃণমূল কর্মীরা তাঁর পরিপ্রেক্ষিতেই ডায়মন্ড হারবারে ঢোকার সময় ওনার গাড়িতে হামলা চালানো হয়।

ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। জেপি নাড্ডার আগমনের বিরোধিতা করা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে। এরপর রাজ্যের শাসক দল আর বিজেপির মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। হামলার পর নাড্ডা বলেন, ওনার গাড়ি বুলেটপ্রুফ না হলে পরিণাম খারাপ হত।অন্যদিকে, এই ঘটনায় আজ কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকরও। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের তরফ থেকে একটি রিপোর্ট পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে ডিজিপি ও মুখ্যসচিবে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মমতা ব্যানার্জীও পাল্টা আক্রমণ করে বলেন সবটাই নাটক তিনি আরও বলেন, এত কড়া সুরক্ষার মাঝে কেউ কীভাবে ঢুকে হামলা করতে পারে? মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন, শিরোনামে থাকার জন্য বিজেপি নিজেদের উপর হামলা করাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top