ভাইরাল- সাদামাঠা বেগুনি শাড়ি, মাথাভর্তি সাদা চুল, মুখে মিষ্টি হাসি—এই সরল ছাপ ছেড়ে সমাজমাধ্যমে ঝড় তুললেন এক বৃদ্ধা। নাতনির মেহন্দি অনুষ্ঠানে ‘কজরা রে’ গানে নেচে মাত করলেন তিনি। বলিউডের বিখ্যাত গান, যা একসময় ঐশ্বর্যা রাই বচ্চনের নাচে জনপ্রিয় হয়েছিল, এবার সেই একই গানে কোমর দুলিয়ে মুগ্ধ করলেন বছর ছিয়াত্তরের বৃদ্ধা।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে ঘরোয়া পরিবেশে আত্মীয়স্বজনের মাঝে তিনি দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করছেন। মুখে গান গাইতে গাইতেই তাঁর প্রতিটি মুদ্রা যেন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের হৃদয়। সেই স্বতঃস্ফূর্ততা, প্রাণশক্তি আর প্রাণবন্ত অভিব্যক্তি দেখে অবাক সবাই।
ভিডিওটি এখন পর্যন্ত ৭ কোটিরও বেশি বার দেখা হয়েছে, ৭১ লক্ষের বেশি মানুষ ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন। মন্তব্য বিভাগেও উপচে পড়ছে ভালোবাসা, উচ্ছ্বাস আর মুগ্ধতা। একজন লিখেছেন, “বয়স শুধু একটা সংখ্যা।” আরেকজনের কথায়, “এই প্রাণবন্ততা শেখার মতো।”

 
								



















 
															 
															