নানা অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন, খয়রাসোল ব্লক এলাকায়। আজ সোমবার ১৫ ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি অফিস শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশব্যাপী মহাসমারোহে উদযাপিত হয় ৭৫ তম স্বাধীনতার অমৃত মহোৎসব। খয়রাশোল ব্লক, পঞ্চায়েত সমিতি,পঞ্চায়েত, থানা, মনীষীদের আবক্ষ মূর্তির সামনে, ডাকঘর, স্কুল কলেজ ইত্যাদির পাশাপাশি সি আর পি এফ এর জি /১৬৭ ব্যাটেলিয়ন খয়রাশোল ক্যাম্পে ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
খয়রাসোল ব্লক চত্বরে অবস্থিত সি আর পি এফ ক্যাম্পের পক্ষ থেকে নানান কুচকাওয়াজের মাধ্যমে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হয়। এদিন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের উপস্থিত কচিকাঁচাদের হাতে সি আর পি এফ এর উদ্যোগে মিষ্টি এবং কলম প্রদান করা হয়। উপস্থিত ছিলেন খয়রাসোল সি আর পি এফ জি/১৬৭ ব্যাটেলিয়ন এর এ্যাসিস্টান্ট কমান্ড্যান্ট এল এল মিনা, খয়রাশোল সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস,
যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত গোস্বামী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সহসভাপতি অসীমা ধীবর, খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী, মাধব লাহা,শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী সেখ জয়নাল, কাঞ্চন দে সহ অন্যান্য বিভাগের আধিকারিক, শিক্ষক, পড়ুয়া ও সিআর পিএফ ক্যাম্পের জওয়ানরা। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এল এল মিনা তার বক্তব্যে নিজের সহকর্মীদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানান পাশাপাশি খয়রাসোল এলাকাবাসীর জন্য ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও জওয়ানদের কাজে সহযোগিতা করার জন্য শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, আজ সোমবার ১৫ ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি অফিস শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশব্যাপী মহাসমারোহে উদযাপিত হয় ৭৫ তম স্বাধীনতার অমৃত মহোৎসব। খয়রাশোল ব্লক, পঞ্চায়েত সমিতি,পঞ্চায়েত, থানা, মনীষীদের আবক্ষ মূর্তির সামনে, ডাকঘর, স্কুল কলেজ ইত্যাদির পাশাপাশি সি আর পি এফ এর জি /১৬৭ ব্যাটেলিয়ন খয়রাশোল ক্যাম্পে ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নানা অনুষ্ঠানের মাধ্যমে