নিজস্ব সংবাদদাতা, বীরভূ্ম, ৭ই নভেম্বর, ফের উত্তপ্ত বীরভূমের নানুর। নানুর থানার অন্তর্গত সাঁতরা গ্রামে বুধবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় চারজন বিজেপি সমর্থককে আহত অবস্থায় নানুর হাসপাতালে ভর্তি করা হয়।
বিজেপি সমর্থকদের অভিযোগ, তারা বিজেপি সমর্থক বলেই তাদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল রাতে হঠাৎ বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে এলাকায় হামলা চালায়, বোমাবাজি করে ও গ্রামের মেয়েদের উপর অত্যাচার চালায়। যদিও এই হামলা চালানোর ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল নেতারা। তাঁরা জানান, “গ্রামে দু চারটি বোমা ফেটেছে তার আওয়াজ আমরাও পেয়েছি। কিন্তু কারা ফাটিয়েছে বা কারা হামলা চালিয়েছে তা তারা জানেন না।তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সংযোগ নেই”। ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হলে নানুর থানার পুলিশ গ্রামে পৌঁছায়। ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।