নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৫ ফেব্রুয়ারি, উত্তর ২৪ পরগনার বাগদা থানা সান্তোসা কলোনি ১৭ বছরের নাবালিকাকে অপহরণের অভিযোগ। বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসের ১৮ তারিখ হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি গ্রামের ১৭ বছরের নাবালক অপহরণ করে বলে অভিযোগ পরিবারের।
১৯ শে জানুয়ারি নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে বাগদা থানার পুলিশ। কলকাতা হরিদেবপুর থানা এলাকা থেকে শুক্রবার রাতে নাবালিকা নাবালক কে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃত নাবালককে জুভেনাইল কোটে ও নাবালিকাকে গোপন জবানবন্দির জন্য বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।