নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৫শে জুন :নাবালিকাকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ধর্ষণ গ্রেফতার নিমাই দাস ঘটনাটি ঘটেছে সল্টলেকের সুকান্তনগর নবপল্লী দুমাস আগে স্থানীয় এই যুবকের সঙ্গে পরিচয় হয় এই নাবালিকার চাকরি পাইয়ে দেবে বলে তাকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এই অভিযুক্ত নিমাই দাস এবং কাউকে বিষয়টি জানালে প্রাণনাশের হুমকি দেয় এই যুবক এর ফলে এই নাবালিকা কারো কাছে মুখ খুলছিল না এরপর অন্তঃসত্ত্বা হয়ে যায় ওই নাবালিকা অভিযুক্ত যুবক কে
এই ঘটনাটি জানায় এরপর থেকে তার ওপরে মানসিক অত্যাচার চালাচ্ছিল এই যুবক অবশেষে এই নাবালিকা বিষয়টি পরিবারের লোকজনকে জানায় পরিবারের লোকজন বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্ত যুবক নিমাই দাস কে গ্রেপ্তার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ আজ অভিযুক্তকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে