
নিজস্ব সংবাদদাতা , কোলকাতা : রাতের অন্ধকারে এক নকবালিকাকে (১৭) ধর্ষণের অভিযোগ ।অভিযোগে ধৃত এক।নির্মিয়মান বহুতলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগ।সিটি সেন্টার দুই এলাকা থেকে রাতের বেলায় বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে বহুতলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর ,গতকাল রাতে থানায় নবাব পুর এলাকা থেকে একজন ফোন করে জানায় এক নাবালিকা রাস্তায় বসে কাঁদছে।তার সাথে কিছু হয়েছে।সেই মতো পুলিশ সেখানে গিয়ে মেয়েটিকে মদ্যপ অবস্থায় উদ্ধার করে।জিজ্ঞাসাবাদ করে জানতে পারে।সে সিটি সেন্টার দুই এলাকায় এক বান্ধবীর বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল।সেই সময় এক যুবক বাইকে করে এসে দাঁড়িয়ে বলে তার বাড়ি চেনে।তার বোনাইয়ের বন্ধু।সেই কথা শুনে বিশ্বাস করে তার বাইকে উঠে যায়।কিন্তু তার বাড়ির দিকে না গিয়ে নিউটাউন আকাঙ্খা এলাকায় একটি নির্মিয়মান বহুতলে নিয়ে যায়।বলে এখানে একটা কাজ আছে মিটিয়ে নিয়ে যাবে।তখন ওই যুবক কিছু একটা খাইয়ে দেয়।এর পর নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।এর পর ওই যুবক পালিয়ে যায়।ওই নাবালিকা রাস্তায় বেরিয়ে কাঁদতে থাকে।পথচারিরা দেখতে পেয়ে থানায় খবর দেয়।পুলিশ গিয়ে নাবালিকাকে উদ্ধার করে।এর পর পুলিশ তদন্তে নেমে নবাব পুর এলাকা থেকে ওই যুবক কে গ্রেফতার করে।আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।