পশ্চিম মেদিনীপুর -;”আমার মেয়েকে খুঁজে দিন… আমার মেয়েকে খুঁজে দিন”— কাতর আকুতি নিয়ে সাংসদ দেবের কাছে সাহায্যের আবেদন করলেন এক মা। বুধবার নিজের সংসদীয় ক্ষেত্র ঘাটালে গিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। সেখানেই এক মহিলা জানান, তাঁর নাবালিকা কন্যা প্রায় ১৯ দিন ধরে নিখোঁজ, কিন্তু পুলিশ এখনও কোনও হদিস দিতে পারেনি। সাংসদের পায়ে পড়ে মা কাতর অনুরোধ জানান মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য।
নিখোঁজ কন্যার পরিবার জানায়, গত ১১ জুলাই বিকেলে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি মেয়েটি। এবারে মাধ্যমিক পরীক্ষার্থী হওয়া মেয়েটি ছোটবেলা থেকেই মেধাবী এবং পড়াশোনায় প্রথম হতো। পরিবারের সন্দেহ, সে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তার সঙ্গেই কোথাও পালিয়ে গেছে।
মেয়েকে ফিরে পেতে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবা-মা। তাঁদের আরও একটি ছোট ছেলে রয়েছে। বুধবার দেবের ঘাটাল সফরের খবর পেয়ে বীরসিংহ এলাকায় তাঁরা সাংসদের সঙ্গে দেখা করেন এবং তাঁর সাহায্য চান। দেব তাঁদের একটি ফোন নম্বর দেন এবং বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
এ বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবকের মা-বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত দ্রুত এগোচ্ছে।
