নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক গৃহ শিক্ষক কে গ্রেফতার করল ভরতপুর থানার পুলিশ। অভিযুক্ত গৃহ শিক্ষকের নাম মানয়ার হোসেন ভরতপুর থানা পাড়া গ্রামের বাসিন্দা। সোমবার অভিযুক্ত শিক্ষক কে কান্দি মহকুমা আদালতে তোলা হলে। মাননীয়া বিচারক সুস্মিতা মুখার্জী আগামী ১২ নভেম্বর পুনরায় আদালতে হাজির করানোর নির্দেশ দেন। তত দিন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন। সংবিধানের ১৬৪ নং ধারা অনুযায়ী নাবালিকা ছাত্রীর গোপন জবানবন্দি গ্রহন করেন বিচারক। পুলিশ সুত্রে জানা যায় গত ৫ই অক্টোবর অভিযুক্ত গৃহ শিক্ষক টিউশন পড়তে এ ঐ বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। পরে ওই ছাত্রী পরিবারের লোকজনদের এই ঘটনার কথা জানায়। পরিবারের লোকজন অভিযুক্ত গৃহ শিক্ষকের নামে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত রাতে ভরতপুর থানার পুলিশ অভিযুক্ত গৃহ শিক্ষকের গ্রেফতার করে।
নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে
নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram