নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণ করার অভিযোগ গৃহ কর্তা ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণমাটি গ্রামের আরাজুল ইসলাম নিজের বাড়ির কাজের জন্য পাকাপোল গ্রামের ভাড়াটিয়া এক নাবালিকাকে মাস দুই আগে বাড়িতে নিয়ে আসে। তারপর বাড়ির সদস্যদের অবর্তমানে ধর্ষণ করে। এমনকি এলাকার তিন কিশোরকে দিয়েও ঐ নাবালিকাকে ধর্ষণ করানো হয় বলে অভিযোগ। যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন ঐ অভিযুক্ত।
এমনকি নাবালিকার যৌন অঙ্গে হাত দেওয়া, লাগাতার যৌন নির্যাতন করত বলেও জানা যাচ্ছে। যে তিনজনকে দিয়ে ঐ অভিযুক্ত ধর্ষণ করিয়েছিলো তাঁদের মধ্যে দুইজন নাবালক এবং একজন সবে আঠেরো বছরে পা দিয়েছে। নাবালিকার টোপ দিয়েই তিন কিশোরকে বাড়িতে নিয়ে এসে বাড়ির কাজ করানো হত বলে পুলিশ সূত্রে খবর। জোড় করে বাড়িতে আটকে রাখা, মারধোর করা এমনকি বল পূর্বক ধর্ষণ করার কথা জানিয়েছেন ঐ নাবালিকা।
গৃহকর্তার ভয়ে বেশ কিছুদিন ভয়ে চুপ থাকার পর ঐ নাবালিকা বাড়ির পাশের এক মহিলাকে বিস্তারিত জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। কাশিপুর থানায় খবর দিলে শনিবার রাতে অভিযুক্ত আরাজুল ও তার সাগরেদের আটক করে কাশিপুর থানার পুলিশ। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।
আরও পড়ুন – একদিনের উড়িষ্যা সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ
উল্লেখ্য, নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণ করার অভিযোগ গৃহ কর্তা ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণমাটি গ্রামের আরাজুল ইসলাম নিজের বাড়ির কাজের জন্য পাকাপোল গ্রামের ভাড়াটিয়া এক নাবালিকাকে মাস দুই আগে বাড়িতে নিয়ে আসে। তারপর বাড়ির সদস্যদের অবর্তমানে ধর্ষণ করে। এমনকি এলাকার তিন কিশোরকে দিয়েও ঐ নাবালিকাকে ধর্ষণ করানো হয় বলে অভিযোগ।
যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন ঐ অভিযুক্ত। এমনকি নাবালিকার যৌন অঙ্গে হাত দেওয়া, লাগাতার যৌন নির্যাতন করত বলেও জানা যাচ্ছে। যে তিনজনকে দিয়ে ঐ অভিযুক্ত ধর্ষণ করিয়েছিলো তাঁদের মধ্যে দুইজন নাবালক এবং একজন সবে আঠেরো বছরে পা দিয়েছে। নাবালিকার টোপ দিয়েই তিন কিশোরকে বাড়িতে নিয়ে এসে বাড়ির কাজ করানো হত বলে পুলিশ সূত্রে খবর। জোড় করে বাড়িতে আটকে রাখা, মারধোর করা এমনকি বল পূর্বক ধর্ষণ করার কথা জানিয়েছেন ঐ নাবালিকা।