নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৮ ই জুন:নামকরা অনলাইন শপিং সংস্থার নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার 7 মহিলা সহ 11জন*। নিউটাউনের একটি বহুতল থেকে এদের গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
বেশকিছুদিন আগে বিধাননগর সাইবার ক্রাইমের কাছে সূত্র মারফত খবর আসে কেউ বা কারা ফোন মারফত একটি নাম করা অনলাইন শপিং সংস্থার পরিচয়ে ফোন করে বিভিন্ন ব্যক্তিদের ফোন করে পুরস্কারের প্রলোভন দেখায়। এর পরেই সেই মানুষ গুলোর থেকে অনলাইনে টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা এর ফাঁদ তৈরি করেছে। এর পরেই গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর সাইবার থানার পুলিশ হানা দেয় নিউটাউনের একশান এরিয়া 2 এলাকার একটি বহুতলে। সেখান থেকে 7 মহিলা সহ 11জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের থেকে নগদ 93 হাজার টাকা, বেশ কিছু ল্যাপটপ, ব্যাংকের পাসবুক এবং বেশকিছু ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ এদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।