দক্ষিন 24 পরগণা – অমাবস্যার কোটালের প্রভাবে নদীর জল বাড়তেই দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি দ্বীপে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। দুই জায়গায় নদী বাঁধে ধস নেমেছে, ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
শনিবার সকালে জানা যায়, পয়লাঘেরির তেঁতুলতলা খালে প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই গ্রামবাসীরা নিজেরাই মেরামতির কাজে হাত লাগিয়েছেন। পাশাপাশি, প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্থানীয়দের আশঙ্কা, জোয়ারের সময় প্রবল বৃষ্টি হলে নদী বাঁধ ভেঙে গ্রাম সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়তে পারে। অন্যদিকে, কুসুমতলার খিরিশতলা এলাকায় প্রায় ১০০ ফুট নদী বাঁধ ধসে গেছে। শুধু তাই নয়, এই এলাকার নদী বাঁধে বড়সড় ফাটলও দেখা দিয়েছে, যা বিপদের মাত্রা আরও বাড়িয়েছে।
গ্রামবাসীদের দাবি, যদি অবিলম্বে নদী বাঁধ মেরামতের কাজ শুরু না হয়, তাহলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে পুরো এলাকা নোনা জলে প্লাবিত হয়ে যাবে। ইতিমধ্যেই কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং দ্রুত মেরামতির কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে স্থানীয়দের অভিযোগ, বহুবার জানিয়েও স্থায়ী বাঁধ মেরামতির ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলেই বারবার এমন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে মৌসুনি দ্বীপের মানুষদের।
