মদন মিত্রের বায়োপিকে গান গাইবেন কে? নামটা জেনে নিন

মদন মিত্রের বায়োপিকে গান গাইবেন কে? নামটা জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নামটা

মদন মিত্রের বায়োপিকে কে গান গাইবেন কে? নামটা জেনে নিন  এক কথায়   বাংলা রাজনীতির কালারফুল  ‘সুপারস্টার’ রাজনীতিবিদ বলা যায় মদন মিত্রকে। রাজনীতির ময়দানে তাঁর মতো আদবকায়দা বোধ হয় তারকারাও করতে পারবে না। তাঁর রঙিন পাঞ্জাবি, সানগ্লাস নজর কেড়ে নেয় সকলের। তাই তো মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁকে ‘কালারফুল মদন’ বলেছেন।

 

উত্তর ২৪ পরগনা জেলার  কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল  বিধায়ক মদন মিত্রের জোড়া বায়োপিক আসতে চলেছে। আবার সেই বায়োপিকে গান গাইবেন নচিকেতা! ফলে এই বায়োপিক সুপার হিট হতে চলছে। মদন মিত্র ফেসবুকে নচিকেতার সঙ্গে ছবি শেয়ার করে জানান একথা।

 

জোড়া বায়োপিকের মধ্যে একটি তৈরি করছেন পরিচালক রাজা চন্দ। অন্য সিনেমাটি তৈরির পরিকল্পনা রয়েছেন রাজর্ষি দে। নিজেকে বড় পর্দায় দেখার জন্য আগ্রহী ৬৬ বছরের মদন মিত্র। জানা গিয়েছে, রাজা চন্দের সিনেমায় মদনের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চ্যাটার্জিকে। গানে নচিদা। তবে নায়িকা কে হবেন তা ঠিক হয়নি। যদি মদন মিত্রের বায়োপিকে অভিনয় করতে  আগ্রহী অনেক অভিনেত্রী বলে জানা গিয়েছে।

 

আর ও  পড়ুন     বাসর রাত আনন্দময় করতে পুরুষদের কী করা উচিত ?

 

অন্যদিকে, রাজর্ষি দে’র সিনেমার জন্যও শাশ্বতকে বেশ পছন্দ তাঁর। রাজর্ষি জানিয়েছেন, অপুদা (শাশ্বত চট্টোপাধ্যায়) চিত্রনাট্যর ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। অপুদার সঙ্গে আগে কাজ করেছি, আমি সেটা জানি। তাই আগে চিত্রনাট্যে চরিত্রটাকে যত্ন করে লিখতে হবে। ছবিতে যাঁরা যাঁরা অভিনয় করবেন, তাঁদের তো রাজি করাতে হবে। আর রাজি করানোর অস্ত্রই হল ভাল চিত্রনাট্য। ভাল সংলাপ। ভাল স্ক্রিনপ্লে। তবেই তো অভিনেতা মোটিভেটেড হবেন কাজটি করার জন্য।

 

এছাড়াও জানা গিয়েছে,  রাজর্ষি দে’র ছবিতে থাকছেন সৃজিতপত্নী মিথিলা। সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির চরিত্রে অভিনয় করতে পারেন তিনি।

 

উল্লেখ্য, জোড়া বায়োপিকের মধ্যে একটি তৈরি করছেন পরিচালক রাজা চন্দ। অন্য সিনেমাটি তৈরির পরিকল্পনা রয়েছেন রাজর্ষি দে। নিজেকে বড় পর্দায় দেখার জন্য আগ্রহী ৬৬ বছরের মদন মিত্র। জানা গিয়েছে, রাজা চন্দের সিনেমায় মদনের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চ্যাটার্জিকে। গানে নচিদা। তবে নায়িকা কে হবেন তা ঠিক হয়নি।

 

যদি মদন মিত্রের বায়োপিকে অভিনয় করতে  আগ্রহী অনেক অভিনেত্রী বলে জানা গিয়েছে।  রাজর্ষি দে’র সিনেমার জন্যও শাশ্বতকে বেশ পছন্দ তাঁর। রাজর্ষি জানিয়েছেন, অপুদা (শাশ্বত চট্টোপাধ্যায়) চিত্রনাট্যর ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। অপুদার সঙ্গে আগে কাজ করেছি, আমি সেটা জানি। তাই আগে চিত্রনাট্যে চরিত্রটাকে যত্ন করে লিখতে হবে। ছবিতে যাঁরা যাঁরা অভিনয় করবেন, তাঁদের তো রাজি করাতে হবে। আর রাজি করানোর অস্ত্রই হল ভাল চিত্রনাট্য। ভাল সংলাপ। ভাল স্ক্রিনপ্লে। তবেই তো অভিনেতা মোটিভেটেড হবেন কাজটি করার জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top