নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৩ ফেব্রুয়ারি, নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তি মুর্শিদাবাদে। সাগরদিঘী থানার রতনপুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবুল হোসেন(৬০)।
পুলিশ সূত্রে খবর, আবুল হোসেন নামে ওই ব্যক্তি নামাজ পড়ে প্রত্যেকদিন রতনপুর মোড়ে চা খাওয়ার জন্য আসে এবং চা খেয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটা তেলের ট্রাঙ্কর এসে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সাগরদিঘী থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।